শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুক্তিযোদ্ধা সাংবাদিক ফোরামের সভা

52

গণতন্ত্রের মানসকন্যা বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা প্রজন্ম সাংবাদিক ফোরামের এক সভা বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক জেড এস শামসুল। সদস্য সচিব হোসেইন আহমদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার সিলেট জেলা কমান্ডের সিনিয়র সহসভাপতি মো.সারোয়ার আহমদ চৌধুরী, সহ সভাপতি আব্দুর কাদির, দর্জি শ্রমিক লীগের সভাপতি মো. কামাল আহমদ, জয়দ্বীপ চক্রবর্তী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৮১ সালের ১৭মে গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনা বাংলার মাটিতে পা রাখেন। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস একটি মাইলফলক। তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে সুগম হয় মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার মুল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছে। গণতন্ত্রের মানসকন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করেন। বিজ্ঞপ্তি