খাদিমনগর ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট ঘোষণা

118

সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট ঘোষণা উপলক্ষে ১৫ মে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেট এর সহযোগিতায় অনুষ্ঠিত এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশফাক আহমদ, উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা, সিলেট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য বশির আহমদ। অনুষ্ঠান সঞ্চাচলনা করেন সনাক সদস্য এনায়েত হাসান মানিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য সমিক সহিদ জাহান।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন ২০১৭ – ২০১৮ অর্থবছরের আয়-ব্যয় ও সম্পাদিত কার্যক্রমের প্রতিবেদন এবং আগামী ২০১৮ – ২০১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনগণের সামনে উপস্থাপন করেন। প্রস্তাবিত খসড়া বাজেটে প্রত্যাশিত আয় দেখানো হয়েছে ২,২০,১০,০০০ (দুই কোটি বিশ লক্ষ দশ হাজার টাকা) যার মধ্যে উপজেলা পরিষদ হতে টি.আর, কাবিখা, কর্মসৃজন, কাবিটা, এডিপি ইত্যাদি বাবদ ১,০২,৯৭,০০০(এক কোটি দুই লক্ষ সাতানব্বই হাজার) এবং সরকার তহবিল হতে অনুদান বাবদ ১,১৩,১৩,০০০ (এক কোটি তের লক্ষ তের হাজার টাকা)। বাজেটে সম্ভাব্য ব্যয় দেখানো হয়েছে ২,২০,০০,০০০ (দুই কোটি বিশ লক্ষ টাকা), তার মধ্যে উল্লেখযোগ্য খাত হলো কৃষি ও সেচ, শিল্প ও কুটির শিল্প, ভৌত অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র হ্রাসকরণ, পল্লী উন্নয়ন ও সমবায়, দুর্যোগ ও ত্রাণ ইত্যাদি। এছাড়া ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন প্রকল্পের বাজেট পেশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত জনগণ বাজেটে শিক্ষা ও ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করেন। বিজ্ঞপ্তি