জাফলং ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

36

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পূর্ব জাফলং ইনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু’র সভাপতিত্বে ও ইউপি সচিব কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার (ওসি) তদন্ত হিলে¬াল রায়, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি রহিম খাঁন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জাফলং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, ইউপি সদস্য আব্দুল কাদির, আতাউর রহমান আতাই, শাহ আলম, আব্দুর রহমান, জিলানী মিয়া, আবুল হাসনাত, আব্দুল করিম, সয়েন বুণার্জি, ছালমা বেগম, রেজিয়া বেগম, রাবিয়া বেগমসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। ২০১৮-২০১৯ অর্থ বছরে জাফলং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য আয় ব্যায় নির্ধারণ করে ২ কোটি ৯৩ লাখ ৭ হাজার টাকা বাজেট ঘোষণা হয়েছে। বিজ্ঞপ্তি