বানিয়াচংয়ে ঘূর্ণিঝড়ে অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ১৫

16

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের বানিয়াচংয়ে ঘূর্ণিঝড়ে অর্ধশত কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন। শুক্রবার ভোরে উপজেলার বেশ কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ওই উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগহাতা, শান্তিপুর, লোহাজুড়ি, দক্ষিণ লোহাজুড়ি, বগি ধনপুর, হারুনি, মাকালকান্দিসহ বেশ কয়েকটি গ্রামের উপর দিয়ে ঘুর্ণিঝড় বয়ে যায়। এ ঘুর্ণিঝড় প্রায় আধঘন্টা স্থায়ী হয়। এতে অন্তত অর্ধশত কাঁচা বাড়িঘর ভেঙ্গে পড়ে। ভেঙ্গে যায় অসংখ্য গাছপালা। এতে অন্তত ১৫ জন আহতও হয়েছে। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে কাগাপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার বাবুল দাশ জানান, তার ওয়ার্ডের অন্তত ১৫/২০টি বাড়ি ভেঙ্গে গেছে। ফলে ওই বাড়িগুলোর বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলী জানান, ঘূর্ণিঝড়ে বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। তাদেরকে ইউনিয়ন পরিষদ থেকে সহায়তা করা হবে।
এদিকে লাগাতার কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ওই উপজেলার হাওরে বোরো ফসলও ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বছর বাম্পার ফল দেখে হাঁসি ফুটেছিল কৃষকের মুখে। কিন্তু এখন সে ধান কাটতে পারলেও তা শুকাতে পারছেন না। মাঠে থেকেই এসবে পঁচন ধরছে। অনেকেই মাড়াই পর্যন্ত দিতে পারছেন না। এ অবস্থায় চলতি বছরও ব্যাপক ক্ষতির আশংকা করছেন কৃষকরা।