দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের মাহে রমজান আমাদের করণীয় শীর্ষক আলোচনা

20

দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে মাহে রমজান আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা লাউয়াইস্থ কার্যালয়ে বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা ডাঃ সৈয়দ শাহনুরের সভাপতিত্বে ও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শাহিন তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা আব্দুস শহীদ, সিনিয়র সহ সভাপতি নুর মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুব সংগঠক আবুল কালাম আজাদ, রুবেল আহমদ, সাজন হাসান, লাহিন তালুকদার, শাহীন আহমদ, নাঈম রাজা তুহিন, মাহিদ আহমদ, ইমরান আহমদ প্রমুখ।
সম্মানিত অতিথি হিসেবে দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল আহমদ তালুকদার বলেছেন, রমজান আসছে, আমরা দান-খয়রাত করবো সাধ্যমত। ডান হাতে দিব যা, বাম হাতে তা জানে না। তথ্য প্রযুক্তির যুগে আমরা ফটো সেশন করে, ভিডিও করে দানÑখয়রাত করছি। আর ভিডিওগুলো প্রবাসীকে দেখিয়ে টাকা আনছি। গরীব-অসহায় মানুষের টাকা আত্মাসাৎ করছি। আর সমাজসেবী হয়েছি। বাড়ি-গাড়ি রংচং করছি। রোগে-ভোগে ভুগছি। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে। এবার বাঁচার জন্য মসজিদে মসজিদে দোয়া করাচ্ছি। এরপরও আমাদের শিক্ষা হচ্ছে না। গরীবের হক মেরে খাচ্ছিই খাচ্ছি। আসুন আমরা লোক দেখানো দান-খয়রাত থেকে বের হয়ে আসি। বিজ্ঞপ্তি