জগন্নাথপুরে ব্রীজের এপ্রোচ ধসে যাওয়ায় ঝুঁকি নিয়ে যান চলাচল

63

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে একটি ব্রীজের এপ্রোচ ধসে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
জানা গেছে, গত কয়েক মাস ধরে জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও ব্রীজের এপ্রোচ ধসে যায়। ধসে স্থানটি বড় ধরণের বিপদজনক ভাঙনে পরিণত হয়েছে। ভাঙনের পাশ দিয়ে সামান্য কয়েক ফুট অবশিষ্ট সড়ক দিয়ে প্রতিনিয়ত জগন্নাথপুর-শিবগঞ্জ সড়কে কোন রকমে জীবনের ঝুঁকি যানবাহন ও পায়ে হেটে পথচারী চলাচল করছেন। এতে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তবুও জীবন-জীবিকার তাগিদে গাড়ি ও মানুষকে চলাচল করতে হচ্ছে। দীর্ঘ কয়েক মাস হলেও সংশ্লিষ্ট এলজিইডি কর্তৃপক্ষ ধসে যাওয়া ভাঙনটি মেরামতে কোন উদ্যোগ না নেয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১১ মে শুক্রবার সরজমিনে দেখা যায়, ঘোষগাঁও ব্রীজের পূর্ব পারের এপ্রোচের ধসে যাওয়া ভাঙনের পাশ দিয়ে মাত্র কয়েক ফুট অবশিষ্ট সড়ক দিয়ে কোন রকমে ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারী জনতা চলাচল করছেন। যদিও ভাঙনে সামান্য মাটি ও কিছু মাটির বস্তা বসিয়ে দেয়া হয়েছে। তবে তা যথেষ্ট নয়, যে কোন সময় অবশিষ্ট সড়কের অংশটিও ধসে যেতে পারে। যদি ধসে যায়, তাহলে এ সড়কে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। এমন আশঙ্কায় শঙ্কিত রয়েছেন স্থানীয়রা।
এ ব্যাপারে জানতে চেষ্টা করেও জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।