বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রীসহ নিহত ২

26

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় পৃথক স্থানে বজ্রঘাতে এক স্কুলছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ মে) দুপুরে উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রাম ও দৌলতপুর হাওরে এদুঘর্টনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার শতমুখা গ্রামের জাহির মিয়ার মেয়ে তারিন (১৫। সে সুজাতপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ও একই গ্রামের বাসিন্দা মিজানুর রহমান (৫২)।
নিহত স্কুলছাত্রীর বাবা জাহির মিয়া জানান, দুপুরে সে বাড়ির আঙিনায় মায়ের সাথে রান্না করছিল। এ সময় হঠাৎ ঝড় শুরু হলে সে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার দৌলতপুর হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মিজানুর রহমান ও শতমুখা গ্রামের স্কুল ছাত্রী তারিন মারা যায়।
এই নিয়ে গত এক মাসে এই হবিগঞ্জ জেলায় বজ্রপাতে ২৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু বানিয়াচং উপজেলায় মারা গেছেন ১৪ জন।