আবার মালয়েশিয়ার হাল ধরলেন মাহাথির মোহাম্মদ

165

কাজিরবাজার ডেস্ক :
মালয়েশিয়ার সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন ৯২ বছরের মাহাথির মোহাম্মদ। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় দেশটির রাজপ্রাসাদে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মালয়েশীয় গণমাধ্যম দ্য স্টার অনলাইনের এই খবর প্রকাশ করেছে।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বারনামা এক টুইট বার্তায় মাহাথির মোহাম্মদের শপথ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে জয় পেয়েছে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন বিরোধী জোট পাকাতুন হারাপান। দেশটির ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর নির্বাচনী বিজয় পেয়েছেন তিনি। কীভাবে তা সম্ভব হলো আর এর অর্থই বা কী?
মাহাথিরের হারাপান পেয়েছে ১২১টি আসন, আর ক্ষমতাসীনেরা পেয়েছে ৭৯টি এবং তৃতীয় জোট পাকিতান রাকিয়াত পেয়েছে ১৮টি। ২০১৩ সালের থেকে ক্ষমতাসীনেরা হারিয়েছে ৫৪টি আসন, আর এবারের বিজয়ীদের আসনও বেড়েছে ঠিক ৫৪টিই।
প্রথমবারের মত পরিবর্তন : ১৯৫৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের পর থেকে বরাবরই বারিসান ন্যাশানাল জোট মালয়েশিয়ার শাসন ক্ষমতায় থেকেছে।
এই শাসক জোটের জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করলেও, বেশিরভাগ মানুষই কিন্তু ধারণা করেছিল প্রধানমন্ত্রী নাজিব রাজাক আরেকটি মেয়াদের জন্য আবার জয়ী হবেন।