তাহিরপুরে ভারতীয় কয়লাবাহী ট্রাকের চাপায় কিশোরের মৃত্যু

30

তাহিরপুর থেকে সংবাদদাতা :
তাহিরপুর সীমান্তে বড়ছড়া শুল্ক ষ্টেশন এলাকায় ভারতীয় কয়লাবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে বাংলাদেশী এক কিশোর মারা গেছে। নিহত কিশোরের নাম বাদল মুছি (১৫)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের কাছকা মুছির পুত্র। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দেড়টার।
জানা যায়, বাংলাদেশের ঝুমা এন্টারপ্রাইজের মালিক রাজন পালের কয়লা নিয়ে বড়ছড়া শুল্ক ষ্টেশন দিয়ে বাংলাদেশে একটি ভারতীয় কয়লাবাহী ট্রাক প্রবেশ করে। বৃহস্পতিবার দেড়টার দিকে জিরো পয়েন্ট থেকে রাজন পালের বড়ছড়া কয়লা ডিপোতে ট্রাকটি যাওয়ার সময় কয়লাঘাট নামক স্থানে শিশুটি কে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মারা যায়। সে সময় এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে ট্রাক ড্রাইভার ট্রাক রখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।