ভালো কাজ করতে হলে প্রথমে ভালো মানুষ হতে হবে – ডা. এম.এ.মতিন

34

বিশিষ্ট চিকিৎসক হলি সিলেট হলিল্যান্ডের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এম.এ.মতিন বলেছেন, ভালো কাজ করতে হলে প্রথমে নিজেকে ভালো মানুষ হতে হবে। যারা এই ডাক্তারি পড়ালেখা শেষ করেছে তারা বিভিন্ন জায়গায় যাবে এবং পেশাগত দায়িত্ব পালন করবে। সকল ক্ষেত্রে পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন এবং প্রতিষ্ঠানের সুনাম রক্ষার জন্যে আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে। ডাক্তার হিসাবে প্রত্যন্ত উপজেলাতে গিয়ে গ্রামের পরিবেশ বুঝে গ্রামের মানুষকে কিভাবে সঠিক চিকিৎসা দেয়া যায় এ ব্যাপারে আন্তরিক হতে হবে। ধৈয্য সহকারে দৃঢ় মনোবল নিয়ে মানুষের সেবা করতে হবে। রোগীর প্রতি সহানুভূতি দেখিয়ে প্রত্যেক মানুষকে সম্মান দিতে হবে। মানুষের কল্যাণে কাজ করে এগিয়ে যেতে হবে আগামীদিনের লক্ষ্যে।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজে অন্তবর্তী ইন্টার্ণ ডক্টরস এডুকেশন কোর্স-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক লে.কর্নেল (অবসরপ্রাপ্ত) ডা. সৈয়দ আবতহীর সভাপতিতে¦ বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন হলি সিলেট হলিলেন্ডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. শাহ আব্দুল আহাদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. রেজাউল করিম, ভাইস প্রিন্সিপাল ও কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. ফজলুর রহিম কাউছার, গাইনি বিভাগের প্রধান প্রফেসর ডা. রাশেদা আক্তার, প্রফেসর ডা. মো. ইসমাইল পাটোয়ারী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. জামাল আহমদ চৌধুরী, প্রফেসর ডা. মৃগেন কুমার দাশ চৌধুরী প্রমুখ। ডা. সুমাইয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে হাসপাতালের আচরণ বিধি পাঠ করেন সহকারী পরিচালক ডা. হিমাংশু শেখর দাস এবং কোরআন তিলাওয়াত করেন, ইমাম জামাল আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি