কানাইঘাটে তিন মাস ব্যাপী টেইলারিং ও ব্লক বাটিক প্রশিক্ষণের উদ্বোধন

29

কানাইঘাট থেকে সংবাদদাতা :
বাংলাদেশ মহিলা অধিদপ্তরের উদ্যোগে এবং কানাইঘাট মহিলা বিষয়ক অফিসের সহযোগিতায় ৩ মাস ব্যাপী টেইলাইরিং ও ব্লক বাটিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। প্রথম ব্যাচে ৩ মাসের এ প্রশিক্ষনে ৪০ জন নারী অংশ গ্রহন করবেন বলে জানা গেছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী মরিয়ম বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) চন্দন চক্রবর্তী, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মহিলা বিষয়ক অফিসের সহকারী কবির হোসেইন, ট্রেইলারিং ও ব্লক বাটিক প্রশিক্ষক সাজেদা বেগম, বুশরা বেগম।