আখালিয়ায় অবৈধ দোকানপাট উচ্ছেদ

57

স্টাফ রিপোর্টার :
আখালিয়া এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদে মাঠে নেমেছে সদর উপজেলা প্রশাসন। বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে আখালিয়া ঘাটে এ অভিযান চালানো হয়।
আখালিয়া তপুবন থেকে শুরু করে আখালিয়া ঘাট ও সিলেট-সুনামঞ্জ সড়ক সংলগ্ন ফুটপাতে বিপুল সংখ্যক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এজন্য গতকাল বুধবার আখালিয়া এলাকায় উচ্ছেদ অভিযান চালান সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিরাজাম মুনিরা। তিনি ওই এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ভেঙে দেন। আখালিয়াঘাটস্থ সিলেট-সুনামগঞ্জ সড়কের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় শতাধিক মানুষ জড়ো হন। তারা এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
সদর উপজেলা প্রশাসন সূত্র জানায়, সদর উপজেলা বিভিন্ন ছড়া ও খাল দখল করে রেখেছে দখলদাররা। দখলদারদের কাছ থেকে ছড়া ও খাল উদ্ধার করতে উচ্ছেদ অভিযান চলে। যারা স্বেচ্ছায় অবৈধ স্থাপনা না সরাবেন, তাদের স্থাপনা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে।
জালালাবাদ থানার এসআই দেবাংশু দাস বলেন, সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিরাজাম মুনিরার নেতৃত্বে অভিযানে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরাও অংশ নেন। দখলদারদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।