সংবাদ সম্মেলনে বাদীর অভিযোগ ॥ আলফু ও তার সহযোগীদের গ্রেফতার করছে না পুলিশ

26

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমার বরইকান্দিতে হামলায় নিহত বাবুল মিয়া ও মাসুক মিয়া হত্যাকান্ডের প্রধান আসামি আলফু ও তার সহযোগীদের পুলিশ গ্রেপ্তার করছে না। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ রহস্যজনক ভূমিকা পালন করছে এবং হত্যাকান্ডে ববহৃত আঘেœয়াস্ত্র উদ্ধার করা হচ্ছে না। গতকাল মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন নিহত বাবুল মিয়ার ভাই, মামলার বাদী সেবুল মিয়া।
লিখিত বক্তব্যে সেবুল মিয়া বলেন, গত ৬ মার্চ আলফু ও তার অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর হামলায় গুলিবিদ্ধ হয়ে দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের বাবুল মিয়া ও মাসুক মিয়া নিহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও এখন পর্যন্ত এ জোড়া খুনের মামলার প্রধান আসামী, কোম্পানীগঞ্জের একাধিক হত্যা মামলাসহ কমপক্ষে ১০টি মামলার আসামি আলফুকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সংবাদ সম্মেলনে তদন্ত সাপেক্ষে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে হত্যাকান্ডে ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারেরও দাবি জানানো হয়।