ইসলামিক ফাউন্ডেশনের ইমাম সম্মেলনে বিভাগীয় কমিশনার ॥ জঙ্গিবাদ প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতায় ইমামদের অগ্রণী ভূমিক রাখতে হবে

65

সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতায় ইমামদের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন -ইমামবৃন্দ সমাজে মর্যাদা ও সম্মান পেয়ে থাকেন, তেমনি সরকারের কাছেও গুরুত্বপূর্ণ। ইমামদের বয়ানে অনুপ্রানিত হয়ে সমাজের অনেকেই পাপ মনোবৃত্তি বিসর্জন দিয়ে থাকে। আলেম-উলামা ও ইমামদের কথা সকলেই শ্রদ্ধার সাথে মেনে থাকে। তাই জঙ্গিবাদ প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতায় ইমামদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট বিভাগীয় পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ও শ্রেষ্ঠ ইমাম বাছাই ২০১৭-১৮ এবং সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও নগর-মহল্লা পরিচ্ছন্নতায় আলেমগণের করণীয় শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন সিলেটে’র পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতিবিমিয় সভায় তিনি আরো বলেন- দেশ এগিয়ে যাচ্ছে, আমরা একটি উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখছি। সকলের সমবেত প্রয়াসে দেশকে এগিয়ে নিতে হবে। বর্তমান সময়ে মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে নতুন প্রজন্মকে রক্ষায় ও ইমামবৃন্দকে নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে ।
ইসলামিক ফাউন্ডেশন সিলেটের ফিল্ড সুপারভাইজার সৈয়দ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ক্বারী শফিকুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন, সিলেটে’র পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম রাশেদ হাসনাত, স্থানীয় সরকার সিলেটের উপ পরিচালক মো. জাকারিয়া, ইমামদের পক্ষে বক্তব্য রাখেন ২০০৯ সালের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম মাওলানা সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি