ছাতক-দোয়ারাবাজার সড়কে বেইলী ব্রীজ ॥ ভেঙ্গে মালবাহী ট্রাক খাদে পড়ে যাওয়ার ঘটনায় মামলা দায়ের

43

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক-দোয়ারাবাজার আঞ্চলিক সড়কে ঝুঁকিপূর্ণ বেইলী ব্রীজ ভেঙ্গে মালবাহী ট্রাক খাদে পড়ে যাওয়ার ঘটনায় ট্রাক ভর্তি মালের সংশ্লি¬ষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ছাতক থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দুর্ঘটনার ২ মাস ১৩ দিন পর মঙ্গলবার বিকেলে সওজের ছাতক শাখার উপ-সহকারি প্রকৌশলী রমজান আলী বাদি হয়ে সংশ্লি¬ষ্ট ঠিকাদারের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে সওজের নির্দেশনা অমান্য করায় সুনামগঞ্জ শহরের বাসিন্দা মৃত রঞ্জিত কুমার সরকারের পুত্র ঠিকাদার উত্তম কুমার সরকারকে অভিযুক্ত করে সরকারি ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। লিখিত অভিযোগে অজ্ঞাতনামা আরো ৪ জনকে আসামি করা হয়েছে।
উল্লে¬খ্য, গেল ২৫ ফেব্র“য়ারি মধ্যরাতে ছাতক-দোয়ারাবাজার সড়কে ঝুঁকিপূর্ণ বেইলী ব্রীজ ভেঙ্গে মালবাহী ট্রাক খাদে পড়ে ২ জন নিহত ও একজন আহত হয়। ঝুকিপূর্ণ ব্রীজ দিয়ে সওজের নির্দেশনা অমান্য করে দোয়ারাবাজার উপজেলার একটি নির্মানাধীন বিএডিসি’র সুইস গেইটের লোহার এঙ্গেল জাতীয় অতিরিক্ত মালবাহী ট্রাক নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ছাতক থানার ওসি আতিকুর রহমান বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন। আড়াই মাস পর থানায় মামলা দায়েরের বিষয়ে জানতে চাইলে মামলার বাদি ও সওজ ছাতক শাখার উপ-সহকারি প্রকৌশলী রমজান আলী বলেন, বিবাদিদের নাম ঠিকানা খুঁজতে সময় লেগেছে। অবশেষে ট্রাকের মালামালের ঠিকাদারের নাম ঠিকানা পাওয়ার পর তাকে এবং অজ্ঞাতনামা আরো ৩/৪জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দেয়া হয়েছে।