ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

25

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৩০ ব্যক্তি আহত হয়েছে।
জানা যায় শনিবার (৫ মে) সন্ধ্যায় উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামের আশিক, আবু সাইদ, আব্দুস ছালাম,ও আমিরলের প্রতিপক্ষ আব্দুল গফফারের মধ্যে কথা কাটা-কাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। প্রায় ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের ৩০ ব্যক্তি আহত হয়।
এদের মধ্যে গুরুতর আহত আব্দুল গফফার (৫০), সায়েদ মিয়া (৪৫), সায়েক মিয়া (৪০), সুজন মিয়া (৩২), আনজব আলীর মেয়ে রহিমা বেগম (৪০), মারুফ আহমদ (১৮), হাম্মাদ আহমদ (১৬) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া সালেহ আহমদ (১৮), ফরিদ আহমদ (২৫), মামুন আহমদ (২৫), মাহবুব (২৫) সহ অন্যান্য আহতদেরকে ছাতক হাসপাতালে ভর্তি চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।