গোলাপগঞ্জে ভুয়া পুলিশ সুপার আটক

42

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে সাব্বির আহমদ রাজ (৩২) নামে এক ভুয়া পুলিশ সুপারকে আটক করেছে রাতের টহল পুলিশ। সে উপজেলার বাঘা ইউপির গোলাপনগর পরগনাবাজার গ্রামের মাওলানা আপ্তাব উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টায় গোলাপগঞ্জ মডেল থানার এএসআই রুকন আহমদ উপজেলার ঢাকাদক্ষিণ সিটি ব্যাংকের নিচ থেকে তাকে আটক করেন। এএসআই রুকন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকাদক্ষিণ বাজার এলাকায় ডিউটি চলাকালিন সময়ে সিটি ব্যাংকের সামনে ভুয়া পুলিশ সুপার কার্ডধারি ব্যক্তির রহস্যজনক আনাগোনা দেখে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন দপ্তরের এসব ভূয়া পরিচয়পত্র পাওয়া যায়। তার বিরুদ্ধে সিএনজি চুরির মামলা রয়েছে সিলেটের দক্ষিণ সুরমা থানায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাদক্ষিণ বাজারের নিরাপত্তা কর্মীরা তাকে বাজার এলাকায় রহস্যজনক ভাবে ঘোরা ফেরা করতে দেখেন। এসময় নিরাপত্তা কর্মীরা তার পরিচয় জানতে চাইলে সে জানায় আমি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা। সিবিলে বাজার মনিটরিং করছি। তার কথা বার্তায় সন্দেহ হলে তারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলীর সাথে আলাপ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে সিলেটের দক্ষিণ সুরমা থানায়ও মামলা রয়েছে।