জেলা শ্রমিক মজলিস আয়োজিত সমাবেশে আহমদ আবদুল কাদের ॥ বঞ্চিত শ্রমিকদের অধিকার আদায়ে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে

147

খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের বলেছেন, আজকে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। কর্মক্ষেত্রে শ্রমবান্ধব পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তার অভাব প্রকট। তারা শ্রমের ন্যায্য বিনিময় পাচ্ছে না। বঞ্চিত শ্রমিকদের অধিকার আদায়ে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। কলকারখানায় শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সাথে কলকারখানায় শ্রমিকদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। তিনি বলেন, কথায় কথায় শ্রমিক ছাটাইয়ের সংস্কৃতি পরিহার করতে হবে। বিশেষ করে নারী শ্রমিকদের নিরাপত্তা ও যথাযথ পারিশ্রমিক দিতে হবে।
মহান মে দিবস উপলক্ষে সোমবার বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে সিলেট জেলা শ্রমিক মজলিস আয়োজিত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা শ্রমিক মজলিসের সভাপতি মুহাম্মদ আবদুল কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেন, শ্রমজীবীদের নিয়ে রাজনীতি করলেও তাদের ভাগ্যের পরিবর্তন নিয়ে কেউ কোনদিন কথা বলেননি। অথচ শ্রমিকরা ক্ষমতার সিঁড়ি হিসেবে বরাবরই ব্যবহৃত হয়েছে। ইসলাম শ্রমিকদের যে অধিকার ও মর্যাদা দিয়েছে তা যদি তাদের সামনে তোলে ধরা হতো তাহলে আজ শ্রমিকরা এত নিগৃহিত হতো না। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামপন্থী ব্যক্তি, সংগঠন ও আন্দোলনকে সোচ্চার হতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক মজলিসের সভাপতি মুহাম্মদ নুর হোসেন, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সিলেট জেলার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ দিলওয়ার হোসাইন, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, সমাজসেবক প্রভাষক ইমদাদুর রহমান চৌধুরী।
জেলা শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক মতিউল ইসলাম মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা এম এ রহিমের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়াদুদ আহমদ, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সম্পাদক মইনুল ইসলাম মঈনুল, ছাত্রমজলিস সিলেট জেলা পূর্ব শাখার সভাপতি বিলাল আহমদ চৌধুরী, পশ্চিম জেলা সভাপতি জারির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাসনাত আবুল, প্রচার সম্পাদক মো. মুনাফর আলী লাকী, কার্যকরী সদস্য হারিস আলী, কার্যকরী সভাপতি মো. রুনু মিয়া, বালাগঞ্জ উপজেলা শ্রমিক মজলিসের সভাপতি সালেহ আহমদ রাজ, শ্রমিক নেতা জুমেল কাদের জুমেল, শ্রমিক মজলিস সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক কে এম রফিকুজ্জামান, অর্থ সম্পাদক হেলাল আহমদ, গৃহ নির্মাণ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, হোটেল রেস্টুরেন্ট শ্রমিক বিষয়ক সম্পাদক আব্দুস শহিদ, শ্রমিক মজলিস সিলেট সদর উপজেলা সভাপতি ডা. এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক লিটন আরমান, গোয়াইনঘাট ফতেহপুর ইউনিয়ন শ্রমিক মজলিসের আহ্বায়ক ফয়সল আহমদ, শ্রমিক নেতা সিদ্দিকুর রহমান বাচ্চু, শামীম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি