গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দিনভর ভোগান্তি

54

স্টাফ রিপোর্টার :
কখনও গুঁড়ি গুঁড়ি, আবার কখনও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে দিনভর ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে। বিশেষ করে অফিস এবং স্কুল-কলেজগামীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। বিকেল ৪ টার পর বৃষ্টিপাত কমে আসলেও গতকাল সোমবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৬৭.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাংশে অবস্থান করছে। এ কারণে গতকাল সারাদিনই সিলেটের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে। আগামী ৯ মে পর্যন্ত সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগে দশদিনে সর্বমোট ৩০০ মিলিমিটার বা তার অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে গতকালের বৃষ্টিতে নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছিল শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে, অফিস পাড়ায় ভীড় লক্ষণীয় ছিল। বিরূপ আবহাওয়ার প্রভাবে এমনিতে যানবাহনের সংখ্যা ছিল কম। যানবাহনের ভাড়াও ছিল অন্য দিনের তুলনায় বেশী। বৃষ্টির কারণে নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হননি।