সিলেট প্রেসক্লাব-মাহা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে জেলা প্রশাসক ॥ শারীরিক সুস্থতা ও মানসিক প্রফুল্লতা সাংবাদিকদের কাজের জন্য সহায়ক

61
????????????????????????????????????
????????????????????????????????????

উৎসবমুখর পরিবেশে সিলেট প্রেসক্লাব-মাহা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান অতিথিদের সাথে নিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পেশাগত দায়িত্ব পালনে আন্তরিকতা ও উৎফুল্লতা সৃষ্টিতে খেলাধূলা গুরুত্বপূর্ণ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমকর্মীদের জন্য এই খেলাধূলা আরো জরুরী। কেননা, শারীরিক সুস্থতা ও মানসিক প্রফুল্লতা সাংবাদিকদের পেশাগত কাজের জন্য সহায়ক। তিনি বলেন, সিলেট প্রেসক্লাব তার নিজস্ব স্বকীয়তা রক্ষা করে চলছে। সাংবাদিকতায় পেশাদারিত্ব ও গুণগত মান রক্ষায় অবদান রাখছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শরীর ও মনের সুস্থতার জন্য সুযোগ পেলেই খেলাধূলায় অংশগ্রহণের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান। এক্ষেত্রে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন তিনি।
সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিযোগিতার স্পন্সর প্রতিষ্ঠান মাহার সত্বাধিকারী এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম ও লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট প্রেসক্লাবের আজীবন সদস্য মহিব চৌধুরী। ক্লাবের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এনামুল হক জুবের, সহ সভাপতি এম এ হান্নান, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আব্দুল কাদের তাপাদার, সাবেক সহ সভাপতি আব্দুল মালিক জাকা, সাবেক সহ সভাপতি বদরুদ্দোজা বদর, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আহবাব মোস্তফা খান ও এম এ আহাদ। অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ। ক্লাবের নির্বাহী কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, কার্য নির্বাহী সদস্য ফয়ছল আলম ও দিগেন সিংহ, খেলা পরিচালনা উপ কিমিটির সদস্য কামরুল ইসলাম ও আব্দুল্লাহ আল নোমান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সদস্য কবির আহমদ। পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। বিজ্ঞপ্তি