প্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ॥ কানাইঘাটের ইউ.পি সদস্য মুজিরের বরখাস্ত প্রক্রিয়াধীন

50

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউ.পির ৪নং ওয়ার্ডের ইউ.পি সদস্য মুজির উদ্দিন কে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯-এর ৩৪ ধারায় উপধারা-১ মোতাবেক সাময়িক ভাবে বরখাস্ত করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক বরাবরে চিঠি প্রেরণ করা হয়েছে। ইউ.পি সদস্য মুজির উদ্দিনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সং/১৩) এর ৫৭ ধারায় অভিযোগ পত্র আদালতে গৃহিত হওয়ায় তাকে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪ ধারায় বরখাস্ত করার জন্য একই ইউ.পির সোনারখেওড় গ্রামের শফিকুল হকের পুত্র সাবেক ইউ.পি সদস্য মোঃ মস্তাক আহমদ, সিলেটের জেলা প্রশাসক বরাবরে গত ১৭ এপ্রিল এবং কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে ২২ এপ্রিল মুজির উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত আদালতের চূড়ান্ত অভিযোগপত্র সহ পৃথক দু’টি লিখিত দরখাস্ত দাখিল করেন। আদালতের আদেশ পর্যালোচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা গত ২৪ এপ্রিল এক স্মারকের মাধ্যমে ইউ.পি সদস্য মুজির উদ্দিনকে তার সদস্যপদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করার জন্য স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক বরাবরে চিঠি প্রেরণ করেন। প্রসঙ্গত যে, ইউ.পি সদস্য মুজির উদ্দিন কয়েক মাস পূর্বে একই ওয়ার্ডের সাবেক ইউ.পি সদস্য মোঃ মস্তাক আহমদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করায় মস্তাক আহমদ বাদী হয়ে মুজির উদ্দিনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ৫৭ ধারায় একটি মামলা দায়ের করলে উক্ত মামলায় প্রায় দেড় মাসের উপরে জেল খেটে জামিনে মুক্তি পান মুজির উদ্দিন। সম্প্রতি ইউ.পি সদস্যের বিরুদ্ধে চূড়ান্ত চার্জসীট আদালতে দাখিল করা হয়।