শুভ বৌদ্ধ পূর্ণিমা আজ, সিলেট বৌদ্ধ বিহারে দিনব্যপী কর্মসূচীর অয়োজন

100

রাজপুত্র সিদ্ধার্থের জন্ম, ৩৫ বছর বয়সে বুদ্ধত্বলাভ ও ৮০ বৎসর বয়সে মহাপরিনির্বাণ-এই ত্রি’স্মৃতি বিজড়িত শুভ বৌদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় তিথি অনুযায়ী সারা বিশে^র ন্যায় সিলেট বৌদ্ধ বিহারেও রোববার দিনব্যপী কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হবে শুভ বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে শনিবার বিকেলে সিলেট বৌদ্ধ সমিতি নগরীতে শান্তি শোভাযাত্রা বের করে। নগরীর কীনব্রীজ সংলগ্ন আলী আমজাদ এর ঘড়ি ঘরের নীচ থেকে শুরু হওয়া শান্তি শোভা যাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাপ্তি হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞাণ চাকমা সহ বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। রোববার সকাল থেকে নগরীর আখালিয়া নয়াবাজার “সিলেট বৌদ্ধ বিহারে” আয়োজিত দিনব্যপী কর্মসূচীর মধ্যে রয়েছে, সকাল সাড়ে সাতটায় ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, ৯ টায় বুদ্ধপূজা উৎসর্গ, সংঘাদান, অট্্টপরিক্্খার দান, বিশ^ শান্তি কামনায় সমবেত প্রার্থনা ও ধর্মদেশনা। সাড়ে ১১ টায় ভিক্ষ সংঘের পিন্ডদান। সাড়ে ১২ টায় মধ্যাহ্ন ভোজ। দ্বিতীয় পর্বে দুপুর ২ টায় আয়োজিত আলোচনা সভা এবং সন্ধ্যা ৭ টায় প্রদীপ প্রজ্জলন। বিজ্ঞপ্তি