দক্ষিণ সুরমা থেকে জুয়া খেলার সামগ্রীসহ ২২ জুয়াড়ী আটক

50

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা থেকে শিলং তীর জুয়া খেলার সামগ্রীসহ ২২ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে ভার্থখলা, বালুরমাঠ, জিঞ্জির শাহ্ মাজার এলাকা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- কদমতলী আকবর মিয়ার কলোনী বাসিন্দা -মোঃ মিলন এর পুত্র মোঃ গাজী (৩১), -নেত্রকোণা জেলার কালীয়াজুরি থানার বল্লী এলাকার আঃ রউফ এর পুত্র ছদরুজ্জামান (২৯) বর্তমানে সে কদমতলী রশিদ মঞ্জিল এর বাসিন্দা, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার ধনকিপাড়া এলাকার মোঃ সায়েদ লাল এর পুত্র মোঃ হোসেন আলী (৪২), বর্তমানে সে কদমতলী রশিদ মঞ্জিল এর বাসিন্দা, কদমতলী সেলিম মিয়ার কলোনীর বাসিন্দা মৃত মানিক মিয়া পুত্র মোঃ মিন্টু (২১), সুনামগঞ্জ জেলার পাগলা এলাকার মৃত মনিন্দ্র এর পুত্র রতন (২৪), কদমতলী বালুর মাঠ এলাকার বাসিন্দা মৃত কালা মিয়া পুত্র জসিম (২৮), কায়স্তরাইল এলাকার -মোঃ মানিক এর পুত্র রাসেল (২৩), ময়মনসিংহ জেলার সতিশাহ এলাকার দুলাল মিয়া পুত্র রনি (১৮) বর্তমানে সে ঝালোপাড়া এলাকার বাসিন্দা, কদমতলী বালুর মাঠ এলাকার বাসিন্দা মৃত দুলাল এর পুত্র ফারুক ইসলাম (২৮),সজ্জাদ মিয়া (৩০), রাজু আহমদ (২৩), মোঃ রাজন চন্দ্র ঘোষ (২৪), মকবুল হোসেন (৩৬), সেলিম মিয়া (১৯), মামুনুর রহমান (৩৫), শফিকুল ইসলাম (৪৯), সাইদুল ইসলাম (৩২), জসিম উদ্দিন (২৬), মোঃ সেলিম আহমদ (২৯), মিনহাজ উদ্দিন (৪৮), মানিক মিয়া (১৯), আঃ রহিম (২০)।
পুলিশ জানায়, গতকাল শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল ভার্থখলা, বালুরমাঠ ও জিঞ্জির শাহ্ মাজার এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে প্রকাশ্যে শিলং তীর খেলার অপরাধে ২২ জুয়াড়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও মালামাল জব্ধ করা হয়। এ ব্যাপারে পুলিশ আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি ননএফআইআর মামলা দায়ের করা হয়েছে।