আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের স্মরণ সভায় বদর উদ্দিন কামরান ॥ জাতির সংকটময় সময়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন

95

আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের উদ্যোগে শুক্রবার বিকেল ৪টায় ভাষা সৈনিক নেতা আব্দুস সামাদ আজাদ এর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, আব্দুস সামাদ আজাদের মত কর্মী ও জনবান্ধব নেতার খুব অভাব। তিনি ছিলেন আপাদমস্তক একজন দেশপ্রেমিক, ত্যাগি জননেতা। তিনি বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার সাথে আত্মবিশ্বস্থতার সাথে বিভিন্ন রাষ্ট্রীয় ও দলীয় দায়িত্ব পালন করেছেন। জাতির বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সিলেট বিভাগের অভিভাবক নেতাকর্মীদের মূল্যায়ন করতে আর কর্মী ও সকল মহলের মানুষের কাছে ছিলেন খুব প্রিয়।
আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের সদস্য সচিব ও সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আ. ন. ম. শফিকুল ইসলাম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোশাহিদ আলী, সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, দপ্তর সম্পাদক মোঃ সায়ফুল আলম রুহেল, মহানগর আওয়ামীলগের দপ্তর সম্পাদক এড. সামসুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এড. রনজিৎ সরকার, শ্রমিক নেতা জাফর আহমদ চৌধুরী, মোঃ আব্দাল মিয়া, এ. আর. সেলিম, বশির উদ্দিন, আওয়ামীলীগ নেতা সালেহ আহমদ সেলিম, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেন, মহানগর স্বেচ্ছাবেক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, আওয়ামীলীগ নেতা কয়েস উদ্দিন আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু, ফারুক আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম হাসান চৌধুরী সাজন, আব্দুর রকিব জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সুব্রত সামন্ত সরকার, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সঞ্জয় চৌধুরী, আশিষ কান্তি ধর, দেলওয়ার হোসেন, হোসেন আহমদ, নাজমুল ইসলাম, কনক পাল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মোঃ শাহ আলম। বিজ্ঞপ্তি