জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় মেয়র আরিফ ॥ সুস্থ জীবন যাপন করতে হলে খাদ্যের পুষ্টি জ্ঞান থাকা জরুরী

95

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সুস্থ জীবন যাপন করতে হলে সব বয়সী মানুষের মধ্যে খাদ্যের পুষ্টির জ্ঞান থাকা খুবই জরুরী। আমাদের দেশে এখন খাদ্যের অভাব নেই, তবে খাদ্যজ্ঞানের অভাব রয়েছে উল্লেখ করে সিসিক মেয়র বলেন- বাইরের ফাস্ট ফুড পরিহার করে বাসায় তৈরি খাবার গ্রহণের উপর গুরুত্ব দিলে দেহের পুষ্টি যেমন বৃদ্ধি পাবে তেমনি রোগ বালাই কম হবে। এক্ষেত্রে মায়েদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি বুধবার সকালে জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) উপলক্ষে র‌্যালী শেষে নগরভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিধির বক্তব্যে এসব কথা বলেন।
সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: জাহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সিসিকের প্রধান নির্বাহী এ জেড নূরুল হক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিসিকের সচিব বদরুল হক, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. দ্রুব পূরকায়স্থ, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান সহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে নগর ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি