দিল্লি সফর শেষে সিলেট ওসমানী বিমানবন্দরে মিসবাহ সিরাজকে সংবর্ধনা

78

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে তিন দিনের সফরে ভারতের দিল্লি থেকে ফিরে এসেছেন আ্ওয়ামীলীগ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বুধবার বেলা ৩টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টে এসে পৌছলে তাকে ভিআইপি লাউঞ্জে এক সংবর্ধনা দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী শামীম আহমদের নেতৃত্ব তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় নৌকার আদলে ফুল দিয়ে তৈরী দৃষ্টিনন্দন একটি তোড়া তুলে দেন তারা মিছবাহ সিরাজের হাতে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা এম এ হান্নান, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা আনছার আলী, দক্ষিণ রনিখাই ইউনিয়ন যুবলীগ নেতা এখলাছ আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইকবাল হোসেন। এছাড়া মিসবাহ সিরাজের স্ত্রীসহ মেয়ে মুনতাহা মিসবাহ ছেলে সাবিয়ান আহমদ উপস্থিত ছিলেন।
এদিকে ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি ভারত সফরে যান।
১৯ সদস্যের একটি প্রতিনিধি দলের মধ্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বুধবার সফর শেষে সিলেটে ফিরলে নগরীর জালালাবাদে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিসিক কাউন্সিলর আফতাব হোসেন খানের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মুমিনুর রহমান সুজন, দপ্তর সম্পাদক এম. কামরুল আই রাসেল, অর্থ সম্পাদক শাহানুর আলম, নাট্য বিষয়ক সম্পাদক রুহিন আহমদ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, সহ জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হেলাল খান, সদস্য মিসবাহ মির্জা, সায়মন আহমদ, সাহেদ আহমদ, রাসেল আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোশাররফ হোসেন, মনির হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি