চাঁদাবাজির মামলা ৬ জনের ৫ বছরের কারাদন্ড

32

স্টাফ রিপোর্টার :
নগরীর মদিনা মার্কেটে চাঁদা দাবি, ভয়ভীতি, ত্রাস ও হত্যার হুমকির অভিযোগে দ্রুত বিচার আইনের মামলায় ৬ জনকে ৫ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদেরকে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাস করে কারাদন্ড দেয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: সাইফুজ্জামান হিরো এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে- নগরীর জালালাবাদ থানার হালদারপাড়ার ফরমুজ আলীর পুত্র সোহেল হাসান (২৮), সুনামগঞ্জের জগন্নাথপুরের জগদীশপুর গ্রামের মৃত নাজির উদ্দিনের পুত্র হানিফ আহমদ (৩৭), জালালাবাদ থানার আখালিয়া নোয়াপাড়া ব্লক ডি বন্ধন-১৫ নং বাসার আফতাব আলীর পুত্র ইমরান আহমদ এমরান (৩৬), পাঠানটুলা আ/এ বন্ধন ১৫ নং বাসার মৃত আব্দুল হাকিমের পুদ্র ফরহাদ হোসেন কবীর (৩৬), কালিবাড়ির বন্ধন বন্ধন-ডি/১৫ বাসার রইছ আলীর পুত্র সেবুল আহমদ (৩৬) ও জালালাবাদ থানার পনিটুলা এলাকার আব্দুল জলিল শাহজাহান (৩৬)। এর মধ্যে রায় ঘোষনার সময় সাজাপ্রাপ্ত আসামী সোহেল হাসান ও হানিফ আহমদ আদালতের কাঠগড়ায় উপস্থিত থাকলেও বাকী ৪ আসামী পলাতক থাকায় আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২৪ এপ্রিল চাঁদা দাবি, ভয়ভীতি, ত্রাস ও হত্যার হুমকির অভিযোগ এনে মদিনা মার্কেট নিবাস বি/২৭ নং বাসার হাজী আলতাব আলীর স্ত্রী রঙ্গুল বেগম বাদী হয়ে দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় ৭ জনকে আসামী করে (নং-২৫) মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে ওই বছরের ৪ মে কোতোয়ালি থানার এসআই ইবাদুল্লাহ ৬ আসামীকে অভিযুক্ত করে আদালতে (নং-১১৬) একটি চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। আদালতে দাখিলকৃত অভিযোগপত্রে বনকলাপাড়ার আতিক নামের এক যুবককে অব্যাহতি দেয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর সিলেট চিফ মেট্রোপলিটন আদালত ওই বছরের ১৫ মে অভিযোগপত্র গ্রহণ করেন। শুনানী শেষে আদালত উক্ত ৬ আসামীকে উল্লেখিত দন্ডাদেশ প্রদান করেন।