পিইসি পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁস-কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

61

শৈশব বিধ্বংসী পিইসি পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁস ও কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার উদ্যোগে মানববন্ধন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবাইয়াত আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহ-সভাপতি সঞ্জয় কান্ত দাস, মদন মোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়া, এম.সি কলেজ শাখার আহ্বায়ক সাদিয়া নোশিন তাসনিম, নগর শাখার স্কুল বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী, সদর উপজেলা শাখার আহবায়ক বিশ্বজিৎ শীল প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় এসে শিক্ষার বেসরকারিকরণ বাণিজ্যকীকরণের ধারাকে ত্বরান্বিত করেছে। তারই অংশ হিসেবে ২০০৯ সাল থেকে পিইসি ও জেএসসি নামক দুটি পরীক্ষা পদ্ধতি চালু করে। মাত্র ১২ ক্লাস পর্যন্ত পড়তে ৪টি পাবলিক পরীক্ষা দিতে হচ্ছে। যত বেশি পাবলিক পরীক্ষা তত বেশি বাণিজ্য। তাই দেখা যায় আজ দেশে গড়ে উঠেছে প্রায় ২ লক্ষ কোচিং সেন্টার। এগুলোতে বছরে লেনদেন হয় ৫০ হাজার কোটি টাকা। ফলে শিক্ষা ক্ষেত্রটি আজ মুনাফাখোরদের এক লাভজনক ক্ষেত্রে পরিণত হয়েছে। অন্যদিকে পরীক্ষার চাপে হারিয়ে যাচ্ছে শৈশব, কৈশোর। বিশেষ করে পিইসি পরীক্ষা আজ সকলের কাছে অকার্যকর প্রমাণিত হয়েছে। এছাড়া নীতি নৈতিকতা মূল্যবোধের চূড়ান্ত স্খলন ঘটিয়ে সকল পরীক্ষায় ফাসঁ হচ্ছে প্রশ্নপত্র। সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার সবকটিতেই প্রশ্নফাঁস হয়েছে। অথচ সরকার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত মূল হোতাদের বিরুদ্ধে কোন উপযুক্ত ব্যবস্থা না নিয়ে উপর উপর ধরকাপর করে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে চাইছে।
বক্তারা অবিলম্বে শৈশবগ্রাসী পিইসি পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁস-কোচিং বাণিজ্য বন্ধের জন্য সরকারের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি