হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে গোয়াইনঘাটে দু-পক্ষের সংঘর্ষে নিহত ১

27

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাটে হাঁসে বোরো ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি উপজেলার লক্ষীনগর (নয়াহাটি) গ্রামের আবিদ আলীর ছেলে ছয়ফুল আলম। আহতরা হলেন একই গ্রামের জাবিদ আলীর মেয়ে ফাতিমা বেগম, শফিকুর রহমান, ফরিদ আহমদ, ইসলাম আলী। তাৎক্ষণিক ভাবে অন্য আহতদের নাম জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার উপজেলার তোয়াকুল ইউনিয়নের লক্ষীনগর গ্রাম সংলগ্ন খাড়াদিঘা হাওরের বাঁধে হাঁসের বোরো ধান খাওয়াকে কেন্দ্র করে লক্ষীনগর (নয়াহাটি) গ্রামের ছয়ফুল আলম ও পূর্ব পেকের খাল (লক্ষী নগর) গ্রামের আব্দুল খালিক গংদের সাথে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষের মাঝে সংঘর্ষ চলাকালে লক্ষীনগর গ্রামের লোকজনের দা’র কোপে ঘটনাস্থলেই ছয়ফুল আলম নিহত হন।
গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন সংঘষে ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশি অভিযান চলছে বলে জানান তিনি।