ছাত্র সমাজের মধ্যে প্রকৃত আদর্শ বিলিয়ে দিতে হবে – মাহবুবুর রহমান

42

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সিলেট মহানগরীর সভাপতি ছাত্রনেতা মাহবুবুর রহমান ফরহাদ বলেন, আমরা সকলে সঠিক আদর্শের অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এবং ছাত্রসমাজের মধ্যে সঠিক আদর্শ বিলিয়ে দিতে হবে। আজকের এই শপথ যেন, নিজেকে প্রকৃত দ্বীনের পথিক হিসেবে গড়ার এবং অন্যকে এ পথে উদ্বুদ্ধ করার অঙ্গীকার হয়।
তিনি ২০ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা সোবহানীঘাটস্থ কার্যালয়ে সিলেট মহানগরীর ২৩ নং ওয়ার্ডের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওয়ার্ড সভাপতি মো: আব্দুল কাদির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের পরিচালনায় সহ অফিস সম্পাদক উজ্জল আহমদের শুভেচ্ছা বক্তব্যে সূচিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুল আজিম ফারহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর তালামীযের সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সাকের, প্রচার সম্পাদক মারুফ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আজাদ হোসেন, সহ প্রশিক্ষণ সম্পাদক আরিফ হোসেন সামাদ, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা তালামীযের সাধারণ সম্পাদক সায়েম ইবনে খায়ের।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড সহ-সভাপতি ইমরান আহমদ, সহ সাধারণ সম্পাদক মো: সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, ইয়াছিনুর রহমান, প্রচার সম্পাদক জুনাইদ আহমদ, সহ প্রচার সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক নুরুল হাসান, অফিস সম্পাদক রেজাউল করিম হক নাহিদ, প্রশিক্ষণ সম্পাদক লোকমান আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক হোসাইন আহমদ রাফি, সাদিক আহমদ, মো: আব্দুল মাজিদ, হোসাইন আহমদ চৌ:, আবু সালেহ মো: ফাহিম, এখলাছুর রহমান, শামছুল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি