কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে পৌর এলাকার অর্ধশতাধিক ঘর আংশিক বিধ্বস্ত

23

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
কালবৈশাখি ঝড়ে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ৫৩ টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। শুক্রবার ভোররাতে কালবৈশাখি ঝড়ে পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসহ চার গ্রামে বাড়িঘরের ক্ষতি সাধন হয়।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ জানান, আকস্মিক কালবৈশাখি ঝড়ে পৌরসভার বড়গাছ, শ্রীনাথপুর, নছরতপুর, কুমড়াকাপন গ্রামের ৫৩টি ঘরের টিনের চালা সহ আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। ঝড়ে কুমড়াকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের উপরের চালা উড়ে যায়। এছাড়া পৌর এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কিছু গাছ গাছালি উপড়ে পড়েছে। কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পৌর মেয়রের কাছ থেকে কালবৈশাখি ঝড়ে ক্ষয়ক্ষতির সংবাদ পেয়েছি। তবে লিখিতভাবে তালিকা প্রদান করা হলে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহন করা হবে।