বিশ্বজোড়া দিগন্তে

17

রমজান আলী রনি

আকাশ যখন অঝর ধারায়
ডেকে-ডেকে অস্থির
ছেলে-মেয়ে ভিজে তখন
পলক ফেলে স্বস্তির।

ছোট-বড়ো জোয়ান-বুড়ো
করছে মেঘে খেলা
বৃষ্টির-ফোঁটায় ঝুমুর-ঝুমুর
চলছে মেঘের ভেলা।

আম কুড়াতে যাচ্ছে সবাই
এদিক-ওদিক ছুটে
বিশ্বজোড়া দিগন্তে আজ
কত কিছুই জুটে?

ফুলের শাখায় ঘাসের ডগায়
প্রজাপতির বাসা
বৃষ্টি-মেঘে খেলছে সবাই
হৈ-হুল্লড়ে পাশা।