চেয়ে থাকি

43

ড. সুজিত কুমার বিশ্বাস

আমি তুমি পাশাপাশি
এক ছাদ এক ঘর;
একটি তোমার আছে
আর একটি আমার।

কথা বলি পায়ে হাঁটি
তবে মুখ দেখা বন্ধ;
জ্বেলে দিই সাঁঝবাতি
রাতে রজনির গন্ধ।

তুমি গাও, আমি শুনি
সব কথা পাশাপাশি;
সকাল থেকে বিকাল
কত কথা হাসাহাসি।

আটপোরে মন ওই
সুখি এই সংসার;
মাঝখানে মহাকাল
চেয়ে থাকি বারবার।