সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভা ॥ সিলেটের ব্রীজগুলোতে রাতে ছিনতাই বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ

57

সিলেট বিভাগ গণদাবী ফোরাম সিলেটের ব্রীজগুলোতে রাতের বেলা বাতি না থাকায় ছিনতাই, রাহাজানি বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সকল ব্রীজে রাতের বেলা বাতি স্থাপনের দাবী জানিয়েছে। সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির এক সভায় উপরোক্ত দাবী জানানো হয়। ১৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে নগরীর সুরমা ম্যানশনস্থ ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ বলেন, সিলেটের কীনব্রীজ, কাজীরবাজার সেতু, শাহপরাণ সেতু, টুকেরবাজার সেতু, খাদিম বাইপাস, শাহজালাল সেতু (নতুন ব্রীজ) ও চন্ডিপুল বাইপাস সেতু ও সংযোগ রক্ষাকারী বাইপাস সড়কে রাতের বেলা বাতি না থাকায় এসব ব্রীজ ও বাইপাসে ছিনতাইকারীদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। এসব ব্রীজ ও বাইপাসে রাতের বেলা নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য অবিলম্বে বাতি স্থাপন প্রয়োজন। সিলেট বিভাগে সাম্প্রতিককালে চুরি, ডাকাতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন আশংকাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। দীর্ঘদিন যাবৎ সিলেট বিভাগের রাস্তাঘাটের দৈন্যদশার কারণে সড়ক দুর্ঘটনা আশংকাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বর্ষা মৌসুমের পূর্বে ক্ষতিগ্রস্ত সকল রাস্তাঘাট সংস্কার করার দাবী জানানো হয়। এছাড়া সভায় আলোচিত অন্য দাবীগুলোর মধ্যে রয়েছে-বর্ষা মৌসুমের পূর্বে সিলেটে নদী ভাঙ্গন রোধকল্পে ব্যবস্থা গ্রহণ, আসন্ন রমজান মাসের পূর্বে সিলেটে সর্বত্র গ্যাস সরবরাহ, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রের কার্যক্রম শুরু, সিলেটে বিভাগীয় শ্রম আদালত ও বিভাগীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল স্থাপন, সিলেটে আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ একাডেমী স্থাপন ও জাতীয় নির্বাচনের পূর্বে প্রবাসীদের নাম ভোটার তালিকাভুক্ত করা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, আবেদ আক্তার চৌধুরী, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, শিক্ষক আব্দুল মালিক, রিয়াজ উদ্দিন, গাজী সুবর্ণা সিনহা জামিল, সৈয়দ আব্দুল হামিদ, যুব সংগঠক কয়েছ আহমদ সাগর ও আমীন তাহমিদ, এম এ রকীব, আনোয়ার উদ্দিন বোরহানাবাদী, এম.এ. পাশা প্রমুখ। বিজ্ঞপ্তি