মা-ছেলে খুনের মামলার তদন্ত করবে পিবিআই

26

স্টাফ রিপোর্টার :
নগরীর মিরাপাড়ার খারপাড়ায় মা-ছেলে খুনের মূল হোতাদেরকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আলোচিত এ মামলাটির তদন্তে নেমেছে পিবিআই। পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নেমে মামলার মোড় ঘুরিয়ে দিয়ে বেশ সুনামও অর্জন করেছে বিশেষায়িত এ সংস্থাটি। বুধবার সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই’র একটি দল সরেজমিনে খারপাড়ার ১৫/জে বাসাটিতে গিয়ে প্রথম দফায় মামলাটির তদন্ত কাজ শুরু করে তারা।
পিবিআই সিলেটের বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক বলেন- উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আলোচিত জোড়া খুনের তদন্ত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ পাওয়ার পর পিবিআই একটি দল খারপাড়ার ওই বাসাটিতে গিয়ে কিছু আলামত সংগ্রহ করেছে। মামলাটি তদন্তের পর মামলার অগ্রগতি সম্পর্কে অবগত করা হবে।