জালালপুরে যুবসংহতির কর্মী সভায় শতাধিক নেতাকর্মীর যোগদান ॥ এরশাদের জনসভা জনসমুদ্রে পরিণত হবে

16

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলার সদস্য সচিব উছমান আলী বলেছেন, আগামী ৯ মে সিলেটের ঐতিহ্যবাহী আলীয়া মাদ্রাসা মাঠে জনসমাবেশে বক্তব্য রাখবেন সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। সেই জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। তাই পল্লীবন্ধু জনসমাবেশ সফল করতে হলে সবচেয়ে বেশি কাজ করতে হবে যুবসংহতিকে। মনে রাখতে হবে জাতীয় পার্টি এবং এরশাদের ভ্যানগার্ড হচ্ছে জাতীয় যুবসংহতি। তিনি মঙ্গলবার বেলা ৩টায় দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে ইউনিয়ন যুবসংহতির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জালালপুর জাতীয় যুবসংহতির আহ্বায়ক সাহেদ আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা যুবসংহতির যুগ্ম আহ্বায়ক সাবেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আলতাফুর রহমান আলতাফ, জেলা জাপা নেতা, দৌলা মিয়া, সুলতান খান, শাহ শাহনূর, শাহ মো. হাবিবুর রহমান, মইনুল ইসলাম মিলন, ফিরুজ মিয়া, ছানাউল হক ছানা, দক্ষিণ সুরমা যুব সংহতির আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, সদস্য সচিব বুলবুল আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুব সংহতি নেতা সাইদ আলী, আঙ্গুর আলী, আতিকুর রহমান আতিক, রাবেল আহমদ, মইন উদ্দিন প্রমুখ।
কর্মী সভায় শ্রমিক নেতা বকুল আহমদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠান পরে এরশাদের জনসমাবেশ সফল করার জন্য জালালপুরে বিশাল প্রচার মিছিল করা হয়। বিজ্ঞপ্তি