ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নাসিং কর্মকর্তার পদোন্নতি, পরিচালককে ফুলেল শুভেচ্ছা

97

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক পদে পদোন্নতি পেয়েছেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শিউলি আক্তার। এর আগে ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক দিয়ে চলছিল ৯০০ বেডের এই সরকারি হাসপাতালটি।
গত ১৬ এপ্রিল ৪৫.১৫৮.০১১.০০.০০.০২৩.১৪.১৩৫ নম্বর স্বারকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (নার্সিং সেবা শাখা-১) সহকারী সচিব মো. সুলতান মাহমুদ স্বাক্ষরিত এক অফিস আদেশে (নিজ বেতনে) পদোন্নতির কথা জানানো হয়।
এছাড়া উপ-সেবা তত্ত্বাবধায়ক পদে পদোন্নতি পেয়েছেন একই হাসপাতালের নার্সিং সুপারভাইজার ইলা রাণী দেব। উপ-সেবা তত্ত্বাবধায়ক পদ দীর্ঘ চার বছর ধরে ভারপ্রাপ্তদের দিয়ে পরিচালিত হচ্ছিল। গত ৮ এপ্রিল ৪৫.১৫৮.০১১.০০.০০.০১০.২০১৬.১৩০ নম্বর স্বারকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (নার্সিং সেবা) উপ-সচিব রোকেয়া খাতুন স্বাক্ষরিত এক অফিস আদেশে (নিজ বেতনে) পদোন্নতির কথা জানানো হয়।
এদিকে, এই দুজন সিনিয়র স্টাফ নার্স পদোন্নতি পাওয়ায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পদোন্নতি প্রাপ্তরাসহ নার্সিং কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের উপ-পরিচালক দেবপদ রায়, ওসমানী হাসপাতালের নার্সিং তত্ত্বাবধায়ক শিউলি আক্তার, উপ-সেবা তত্ত্বাবধায়ক ইলা রাণী দেব, পরিচালকের পিএ মো. রুহুল আমিন, নার্সিং কর্মকর্তা পরিমল বণিক, নার্সিং কর্মকর্তা ইসরাইল আলী ও অরবিন্দু চন্দ্র দাস, শামীমা আক্তার, কবির আহমদ, জসিম উদ্দিন সরকার, গোলাম রব্বানী ও ভ্রান্তি বালা দেবী প্রমুখ। বিজ্ঞপ্তি