আজ পবিত্র লাইলাতুল মিরাজ

212

কাজিরবাজার ডেস্ক :
পবিত্র লাইলাতুল মিরাজ আজ। শনিবার দিবাগত রাতে আবির্ভাব হবে মহিমান্বিত এই রজনীর। ইসলামে যে কয়টি মহিমান্বিত ও পবিত্র রজনী রয়েছে তার মধ্যে শবে মিরাজ অন্যতম। এ রাতে প্রিয় নবী হযরত মুহম্মদ (সা) উর্ধাকাশে গমন করেন। মহান আল্লাহর সঙ্গে সাক্ষাত করেন। মুসলমানদের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বিধানও করা হয় এই মহিমান্বিত রাতে। মুসলিমদের কাছে এ রাত বিশেষ তাৎপর্যপূর্ণ। জিকির-আসকার, নফল নামাজ আদায় ও দোয়ার মধ্য দিয়ে এ রাত অতিবাহিত করবেন মুসল্লিরা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল মিরাজ উদযাপিত হবে।
এ দিকে মহিমানিত্ব এ রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানরা কোরানখানি, নফল সালাত, জিকির আসকার, ওয়াজ মাহফিল, দোয়া-দুরুদ পাঠ করবেন। বিশেষ মোনাজাতে অংশ নিয়ে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করবেন।