হবিগঞ্জে ১৯শ’ কৃষককে আউশ প্রণোদনা

39

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ সদর উপজেলার ১ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ প্রণোদনা দেয়া হয়েছে। এর মাঝে ১ হাজার ৫০০ জন উফশী আউশ চাষী এবং ৪০০ জন নেরিকা আউশ চাষী রয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ অনুষ্ঠান আয়োজন করে হবিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কায়কোবাদ খান জানান, সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিজন কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফসী আউশ অথবা ৫ কেজি নেরিকা ধান বীজ, ২০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। তিনি আরও জানান, বীজ ধানের আগাছা দমন এবং সেচ বাবদ ১৯০০ কৃষকের প্রতিজনকে মোবাইল অ্যকাউন্টের মাধ্যমে সর্বনিম্ন ৫০০ ও সর্বোচ্চ ১ হাজার টাকা করে দেয়া হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগমসহ ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।