৫ দফা চুক্তি বাস্তবায়নে মালিক পক্ষের কালক্ষেপণের প্রতিবাদে চা শ্রমিকদের প্রতিবাদ সভা

64

চা শ্রমিকদের ৫ দফা দাবি চুক্তি বাস্তবায়নে মালিক পক্ষের কালক্ষেপণের প্রতিবাদে, চা শ্রমিকদের মজুরী বৃদ্ধি ও চুক্তি বাস্তবায়নসহ চা শ্রমিকদের যাবতীয় দাবী দাওয়া মেনে নিতে এবং শ্রমিকদের উপর নির্যাতন বন্ধের দাবিতে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালি কার্যকরী পরিষদের ২২টি চা বাগানের শ্রমিকবৃন্দ প্রতিবাদ র‌্যালী, সভা ও ২ ঘন্টা কর্মবিরতি পালন করা হয়। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন লাক্কাতুরা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সিতু লুহার লুটন গোয়ালা, গুবেসলোহার, বিপত গোয়ালা, সুহেল লায়েক, নিরেন গোয়ালা, অমিরন গোয়ালা, মালনীচড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি জিতেন সরব, রতিলাল কালুরার, দিলিপ বাউরী, কলকালুয়ার, সনজয় বাউরী, হিলুয়াছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মদন গনজু, সাধারণ সম্পাদক রনজিত বাউরী, দিলিপ পুরমি প্রমুখ। বিজ্ঞপ্তি