হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’র আলোচনা সভায় বক্তারা ॥ কৃষকের ঘরে ধান উঠলেই আমাদের আন্দোলন সফল

56

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধ জগৎজ্যোতি পাঠাগারে বুধবার বিকাল সাড়ে চার ঘটিকায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সালেহীন চৌধুরী শুভর সঞ্চালানায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজন সেন রায়। অতিথির বক্তব্য রাখেন প্রবীন শিক্ষাবিধ দুর্জুটি কুমার বসু, সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য রমেন্দ্র কুমার দে মিন্টু, বিকাশ রঞ্জন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সহ সভাপতি এডভোকেট স্বপন কুমার দাস রায়, চিত্ত রঞ্জন তালুকদার, সুকেন্দু সেন হারু, সদস্য অধ্যক্ষ রবিউল ইসলাম, সহ সাধারণ সম্পাদক পীর মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, ইমরানুল হক চৌধুরী, নির্মল রায়, মাসুম হেলাল প্রমুখ। বক্তরা বলেন, গত বছর হাওর ডুবির পর সুনামগঞ্জে জনাকয়েক মিলে যে সংগঠন তৈরী করেছিলেন সে সংগঠন আজ হাওরাঞ্চলের কৃষকদের ভরশাস্থল হিসেবে চিহ্নিত হয়েছে। সংগঠনটি ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে প্রথম জন্ম দিন অতিবাহিীত করলো। তারা বলেন, সোনালী ধানে হাওর ভরপুর সে সোনালী ধান কৃষকের ঘরে উঠলেই আমাদের আন্দোলন সফল বলে আমরা মনে করবো। তারা বাঁধ বিষয়ে পিআইসি প্রথাকে স্বাগত জানিয়ে বলেন, প্রথম প্রথম এ প্রথায় অনেক ত্রুটি রয়েছে। নীতিমালা অনেক জায়গায় মানা হয়নি, এরপরও আমরা তাদের পিচনে পেশার গ্রুপ হিসেবে কাজ করে মোটামুটি কাজ শেষ করেছি। এখন অপেক্ষার পালা কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে ধান কৃষকের ঘরে উঠবে। হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন হাওরের সাত জেলা বিস্থিতি করার জন্য বক্তারা দাবি তুলেন সে ক্ষেত্রে প্রয়োজনে সাধারণ সমভা করে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেওয়া হয়। বক্তরা এ আন্দোলনের সাথে যুক্ত থাকায় হাওরের কৃষকদের অভিনন্দন জানান এবং কৃষকদের দাবি আদায়ের আন্দোল এ সংগঠন চালিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।