সিলেটে উদ্যাপিত হলো জাতীয় চলচ্চিত্র দিবস

17

সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হলো জাতীয় চলচ্চিত্র দিবস। দিবসটি উদ্যাপনের অংশ হিসেবে মঙ্গলবার (৩ এপ্রিল) বিকেল ৫টায় একাডেমির চিত্রশালায় আয়োজন করা হয় চলচ্চিত্রের আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, প্রীতি সম্মিলনী ও চলচ্চিত্র প্রদর্শনীর। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুমেরী জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-পরিচালক দেবজিৎ সিনহা, বীর মুক্তিযোদ্ধা ও নাট্যব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম এবং তথ্যচিত্র নির্মাতা, সাংস্কৃতিক সংগঠক ও নাট্য ব্যক্তিত্ব নিরঞ্জন দে। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৮ উপলক্ষে দিবসের তাৎপর্যের আলোকে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট গীতিকার ও সংস্কৃতিজন জনাব শামসুল আলম সেলিম। এরপর শুরু হয় উন্মুক্ত আলোচনা। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান, সিলেট চলচ্চিত্র সংসদের সমন্বয়ক এনামুল মুনীর, সম্মিলিত নাট্য পরিষদের সহসভাপতি আফজাল হোসেন, আবৃত্তি ও নাট্যশিল্পী জ্যোতি ভট্টাচার্য্য, সিলেট ফিল্ম সোসাইটির সিনিয়র সদস্য নাজিকুল রানা, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সদস্যসচিব যোবায়ের ফারুকী, চলচ্চিত্রকর্মী ও নির্মাতা রহমান মানি, সিলেট কৃষি বিশ^বিদ্যালয় ফিল্ম সোসাইটির সিনিয়র সদস্য ইফতেখার ফাগুন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, নাট্যব্যক্তিত্ব বাবুল আহমেদ, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, অর্থ সম্পাদক ইন্দ্রানী সেন ও প্রাক্তন সহসভাপতি খোয়াজ রহিম সবুজ, লোক গবেষক ও প্রথমআলো সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ, নাট্যকার সেলিনা চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক পান্না দাস, অরুন কান্তি তালুকদার, শিনিয়া সাহা ঝুমা, প্রসনেজিৎ দে, সমকাল ও যুগান্তরের স্টাফ ফটোসাংবাদিক মো. ইউসুফ আলী ও মামুন হাসান প্রমুখ। উন্মুক্ত আলোচনার পর একাডেমির শিল্পীবৃন্দের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে রিয়াজুল রিজু পরিচালিত ‘বাপজানের বায়োস্কোপ’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। বিজ্ঞপ্তি