রাজপথে মাহিদের মতো নির্মম হত্যাকান্ডগুলো ঘটছে কেন? তা খুঁজে বের করতে হবে ————–দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

27

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি নাছির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সংস্কৃতি কর্মী মাহিদ আল সালাম সম্প্রতি সিলেট নগরীর দক্ষিণ সুরমায় ভার্থখলা রোডে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, মাহিদ কোন সাধারণ ছাত্র নয়, মাহিদ তৈরী হতে তার পরিবার ও রাষ্ট্র অনেক পরিশ্রম ও ত্যাগ শিকার করেছেন। মাহিদ নিহত হওয়ার মধ্য দিয়ে তার পরিবারসহ রাষ্ট্রের শান্তিপ্রিয় মানুষগুলো আজ মর্মাহত ও আতংকিত। রাজপথে মাহিদের মতো নির্মম হত্যাকান্ডগুলো ঘটছে কেন? তা খুঁজে বের করতে হবে বলে নেতৃবৃন্দ বলেন, জনাকীর্ণ রাজপথগুলোতে দুর্বৃত্তদের দ্বারা কোন মানুষ আক্রান্ত হলে প্রতিবাদকারী ব্যক্তিবর্গরা আজ আর এগিয়ে আসেন না। খোঁজ খবর নিয়ে জানা যায়, এ ধরনের ঘটনা ঘটার সময় কেউ এগিয়ে আসলে আইন-শৃংখলা বাহিনীর দ্বারা নানা ধরনের হয়রানীর শিকার হন। মাহিদের বেলায়ও তাই হয়েছে। মাহিদের এই নির্মম হত্যাকান্ডের ব্যাপারে পুলিশ প্রশাসন কোন ভাবেই এর দায় এড়াতে পারেন না। মাহিদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে বলেন, এই দুর্বৃত্ত, ছিনতাইকারী খুনীদের আশ্রয়-প্রশ্রয়কারী ব্যক্তিবর্গদের খুঁজে বের করতে হবে। এই ঘটনার সময় আশেপাশে আইন-শৃংখলা দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের কোন গাফলতি আছে-কিনা তা আমলে নিয়ে শাস্তিমূলক নিশ্চিত করতে হবে।
নেতৃবৃন্দ নিহত মাহিদ এর প্রতি রূহের মাগফেরাত কামনা শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বর্তমান সরকারকে এই পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ সহযোগিতা করার জোর দাবী জানান। বিজ্ঞপ্তি