সমাজের কোন শ্রেণীর মানুষকে বাদ দিয়ে দেশের অগ্রগতি সম্ভব নয় – ড. মোহাম্মদ আতিউল্লাহ

96

কানাইঘাট থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ইংরেজি বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আতিউল্লাহ বলেছেন, সমাজের কোন শ্রেণীর মানুষকে বাদ দিয়ে দেশ ও জাতির উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। দেশকে শিক্ষাসহ সকল ক্ষেত্রে এগিয়ে নিতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। সমাজের গুণীজনদের সম্মান করতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের আগামীদিনের আলোকিত মানুষ করতে তাদের মধ্যে উদ্দীপনা ও মেধা বিকাশে শিক্ষা মূলক সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। জ্ঞান নির্ভর আধুনিক প্রযুক্তি শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। ড. মোহাম্মদ আতিউল্লাহ শনিবার সকাল ১১টায় আলরিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা সমাজ কল্যান পরিষদ কর্তৃক আয়োজিত সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গুণীজনদের সম্মাননা সরূপ সম্বর্ধনা প্রদান ও মাসব্যাপী কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি এএইচএম ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মাসুমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সংবর্ধিত গুণীজন ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ সিরাজুল ইসলাম, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হান্নান, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব আহমদ, সিলেট জেলা পরিষদের ১৪নং ওয়ার্ডের সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, সিলেট বারের বিশিষ্ট আইনজীবী এডঃ মামুন রশিদ, মুশাহিদ বায়মপুরীর সাহেবজাদা মাও. জামিল আহমদ, সংবর্ধিত লেখক কবি আব্দুল কাহির, মস্তাক আহমদ সায়েম, সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন, নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর, কানাইঘাট মহিলা কলেজের প্রভাষক শামীম আহমদ। বক্তব্য রাখেন যুবনেতা জুনেদ হাসান জিবান, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক শ্রমিক নেতা আব্দুল গণি, ফরিদ আহমদ, সংগঠনের প্রচার সম্পাদক ইব্রাহিম আলী, প্রকাশনা সম্পাদক জাবেদুল হক হুমায়েদ, আলি আহমদ চৌধুরী, জাহাঙ্গীর আলম প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মোহাম্মদ আতিউল্লাহ, সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মরনোত্তর সম্মাননা স্বরূপ উপ-মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.), শাহ মোহাম্মদ ইব্রাহিম তশনা, মাস্টার আব্দুল আজিজ, শিক্ষায় অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাংবাদিকতায় এমএ হান্নান, মুক্তিযুদ্ধে অবদান রাখায় সুবেদার আফতাব উদ্দিন, সফল নারী হিসাবে রাহেনা বেগম, সমাজ সেবায় সাবেক ইউ.পি চেয়ারম্যান আলহাজ্ব আহমদ সোলেমান ও কবি-সাহিত্যিক হিসাবে আব্দুল কাহির কে সম্মাননা ক্রেষ্ট প্রদান ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।