জগন্নাথপুরে কাল বৈশাখী ঘূর্ণিঝড় শুরু, স্কুল ও ঘরবাড়ি বিধ্বস্ত

30

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে কাল বৈশাখি ঘূর্ণিঝড় শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ে স্কুল ও ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, গত ২৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ও ৩০ মার্চ শুক্রবার বিকেলে জগন্নাথপুরের উপর দিয়ে কাল বৈশাখি ঘূর্ণিঝড় বয়ে যায়। প্রায় ঘন্টাব্যাপী ঘূর্ণিঝড়ের তান্ডবে উপজেলার শালদিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনসেড ভবন ও উপজেলার বিভিন্ন গ্রামে আরো অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং অসংখ্য গাছ ও গাছের পালাপালা ভেঙে যায় বলে স্থানীয়রা জানান। এদিকে-ঘূর্ণিঝড়ের কারণে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইনের তারের উপরে গাছের ডাল ভেঙে পরে তার ছিড়ে যাওয়ায় বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত ও শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বিদ্যুৎ না থাকায় গ্রাহক ভোগান্তি বেড়েছে। যদিও শনিবার থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।