স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করতে হবে —কামাল তালুকদার

25

দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল আহমদ তালুকদার বলেন, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। শুধু সরকারের দিকে চেয়ে থাকলে হবে না। আমরা স্বেচ্ছাসেবী, আমাদের ও দায় আছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে প্রয়াস চালাতে হবে। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি দারিদ্র্য হতে পারে না।
দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের কাশবন রোডস্থ লাউয়াই কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা ডা. সৈয়দ শাহানুরের সভাপতিত্বে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শাহিন তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি নুর মিয়া, যুব সংগঠক আবুল কালাম, আব্দুছ ছালাম, সাংবাদিক শাহেদ আহমদ শান্ত, জাহাঙ্গীর খান, রুবেল আহমদ, লাহিন তালুকদার, সাজন হাসান, নাঈম রেজা তুহিন, মাহিদ আহমদ, ইমরান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি