কানাইঘাটে সাবেক ইউ.পি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার সহ ৪ লক্ষ টাকার মালামাল লুট

40

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন চৌধুরীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে কবির চৌধুরীর নিজ বাড়ী নারাইনপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনার খবর পেয়ে গত বুধবার ভোরে কানাইঘাট থানার এস আই আবু কাওছার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান কিন্তু কাউকে আটক করতে পারেনি। তিনি ঘটনার আলামত জব্দ করেন। কবির চৌধুরীর পুত্র জাহাঙ্গির চৌধুরী সহ বাড়ীর লোকজন জানিয়েছেন, গত মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে তাদের পাকা বসতঘরের কাঠের দরজা ভেঙ্গে ৮/১০জন অস্ত্রধারী ডাকাতরা ঘরের ৫টি কক্ষে প্রবেশ করে পরিবারের নারী পুরুষ ও শিশুদের অস্ত্রের মূখে জিম্মি করে হাত পা বেঁধে রাখে। এ সময় ডাকাতদল ঘরের সমস্থ মালামাল তছনছ করে নগদ ৬০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার, ৭টি মোবাইল সেট সহ অনুমানিক ৪ লক্ষ টাকার দামী জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতরা আধা ঘন্টা বসতঘরে তান্ডব চালায়। ঘরের ভিতরে ৫জন ডাকাত প্রবেশ করে তাদের প্রত্যেকের হাতে বন্দুক ও ধারালো অস্ত্রশস্ত্র ছিল বলে পরিবারের লোকজন জানান। এর মধ্যে ৩জন মুখোশ পরিহিত ডাকাত ছিল। তাদের পরণে প্যান্ট ও হাফ গেঞ্জী ছিল। প্রত্যেকের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে ছিল। ডাকাতরা চলে যাওয়ার পর বাড়ীর লোকজনের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের হাত পা বাঁধা অবস্থা থেকে মুক্ত করেন। ডাকাতির ঘটনার খবর পেয়ে গত বুধবার সন্দ্যার দিকে কানাইঘাট থানার অফিসার ইন্চার্জ আব্দুল আহাদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কবির চৌধুরীর পরিবারের লোকজনদের সাথে কথা বলেন। এ সময় লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাক্তার ফয়াজ উদ্দিন ও এলাকার সর্বস্তরের লোকজন সাথে ছিলেন। তদন্তপূর্বক এঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে ওসি আব্দুল আহাদ সবাইকে আশ্বস্থ করেন। তিনি এলাকার দাগী অপরাধী ও ডাকাতদের আটক করতে পুলিশকে সহযোগিতা করার জন্য সবাইকে আহবান জানান। এব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে কবির চৌধুরীর পুত্র জাহাঙ্গির চৌধুরী জানিয়েছেন।