বাঙালির জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় অধ্যায় মহান স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তিযুদ্ধ —-সাবেক মেয়র কামরান

39

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে মুক্তিযোদ্ধা ভিত্তিক ২৫, ২৬ ও ২৭ মার্চ ৩ দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন।
মঙ্গলবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় মহান স্বাধীনতা দিবসে আয়োজিত প্রদর্শনীর শেষ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, বাঙালির জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় অধ্যায় ১৯৭১ সনের মহান স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তিযুদ্ধ। হাজার বছরের পরাধীন বাঙালি বারবার লড়াই করেছে শোষণ, নিপীড়ন, বঞ্চনার বিরুদ্ধে স্বাধিকার প্রতিষ্ঠার জন্য। বাঙালি জাতি চেয়েছে নিজস্ব পরিচয় ও চিন্তা-চেতনায় সমৃদ্ধ হয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে। তিনি বলেন, বাঙালি জাতিকে তার ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্যও লড়াই করতে হয়েছে। ১৯৫২ এর ভাষা আন্দোলনে নিজেদের বুকের রক্ত দিয়ে মাতৃভাষায় কথা বলার অধিকার আদায় করে নেয়া বাঙালি আর রাজপথ ছাড়েনি। ”
এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান এর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)’র সাবেক সভাপতি আল-আজাদ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর ইউনিট কমান্ডার ভবোতোষ রায় বর্মণ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, এটিএন বাংলা’র সিলেট ব্যুারো শাহ মুজিবুর রহমান জকন, সেক্টর কমান্ডর্স ফোরাম মুক্তিযোদ্ধ ৭১’ সিলেট জেলার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহীউদ্দিন আহমদ, টিসিজি এর আহবায়ক শ্যামা নন্দ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শংকর দাস। বিজ্ঞপ্তি