আলোকচিত্র প্রদর্শনী মুক্তির উচ্ছ্বাস –আরিফুল হক চৌধুরী

64

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ভিত্তিক ২৫, ২৬ ও ২৭ মার্চ ৩ দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
রবিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আজ আলোকচিত্রের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আশা করি মুক্তিযুদ্ধ ভিত্তিক এ আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে সবাই প্রকৃত ইতিহাস ও ঐতিহ্যকে জানতে পারবে। আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে “মুক্তির উচ্ছ্বাস”। জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় অধ্যায় ১৯৭১ সনের মহান স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তিযুদ্ধ। হাজার বছরের পরাধীন মুক্তিকামী জনতা শোষণ, নিপীড়ন, বঞ্চনার বিরুদ্ধে স্বাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে ছিলেন।
এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর দাস এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)’র সাবেক সভাপতি আল-আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর ইউনিট কমান্ডার ভবোতোষ রায় বর্মণ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ইমজা’র সহ-সভাপতি কয়েছ গাজী।
আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, প্রতিষ্ঠাতা সদস্য দুলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নাজমুল কবির পাভেল, সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বী, এসোসিয়েশনের কোষাধক্ষ্য বেলায়েত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আলী, নির্বাহী সদস্য আনিস মাহমুদ, সদস্য জাবেদ আহমদ, ইকবাল মুন্সি, হুমায়ুন কবির লিটন, শাহীন আহমদ, এইচ এম শহিদুল ইসলাম, আব্দুল মোমিন ইমরান, জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মুন্সি ইকবাল, আবু বক্কর সিদ্দিক, চ্যানেল এস’র রিপোর্টার রুহিন আহমদ, সিলেট সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মোঃ নাঈমুল ইসলাম, ফটো সাংবাদিক একরাম হোসেন, এটিএম তুরাব, মিঠু দাস জয়, শাহেল আহমদ, এস আই সবুজ, মেহদী রণি। বিজ্ঞপ্তি