এসএমপি কমিশনার কাপ -২০১৮ পুরস্কার বিতরণী

20

সিলেট মেট্রোপলিটন পুলিশ আয়োজিত কমিশনার কাপ/২০১৮খ্রি. এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। পুরস্কার প্রদানকৃত ইভেন্টে দ্বৈত ব্যাডমিন্টন এ চ্যাম্পিয়ন পুলিশ কমিশনার মহোদয় ও এডিসি (সিটিএসবি) সুজ্ঞান চাকমা, রানার আপ এডিসি (উত্তর) বিভূতিভূষন ব্যানার্জি ও এডিসি (সদর) শাহরিয়ার আল মামুন। এছাড়া ব্যাডমিন্টনের অন্যান্য দ্বৈত চ্যাম্পিয়ন এএসআই/১৪৮ ফয়েজ, এএসআই/৭২০ রফিকুল ইসলাম রানার-আপ কং/৫৭১ শফিউল আলম ও কং/১৮২১ ইখতেয়ার। ব্যাডমিন্টর এককে চ্যাম্পিয়ন এডিসি(সিটিএসবি), সুজ্ঞান চাকমা, রানার-আপ এডিসি(উত্তর) বিভূতিভূষন ব্যানার্জি। এছাড়া ব্যাডমিন্টনে এককে চ্যাম্পিয়ন কং/১৮২১ ইখতেয়ার, রানার-আপ এএসআই/৭২০ রফিকুল। কমিশনার কাপ-২০১৮খ্রি. এর ক্রিকেটে এসএমপি (সদর বিভাগ) দল চ্যাম্পিয়ন এবং এসএমপি (পিওএম) দল রানার-আপ হয়। ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে এসএমপি (সদর বিভাগ) দল এসএমপি (উত্তর বিভাগ) দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পুলিশ কমিশনার মহোদয় বিভিন্ন ইভেন্টের বিজয়ী ও রানার আপ স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে প্রদত্ত ভাষণে তিনি পুলিশের শত কর্মব্যস্ততার মধ্যেও ক্রীড়া আয়োজনের প্রয়োজনীয়তার বিভিন্ন দিক উপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে তোলে ধরেন। তিনি তাঁর বক্তব্যে আমাদের দেশের ক্রমবিকাশমান অর্থনীতির উন্নয়নের সাথে সাথে সুষ্ঠু সুন্দরভাবে চাকরি ৫৯ বছর বা তারও বেশি কাল চালিয়ে যেতে সু-স্বাস্থ্যের বিকল্প নেই বলে উল্লেখ করেন। খেলাধুলা সুকুমার বৃত্তির উন্নয়ন, শারীরিক উপকারিতার পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে হৃদতা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করে যা কর্মক্ষেত্রে সফলভাবে দায়িত্ব সম্পাদনের সহায়ক বলে তিনি মনে করেন। উল্লেখ্য যে, জনাব গোলাম কিবরিয়া, পুলিশ কমিশনার হিসেবে এসএমপিতে যোগদানের পর কমিশনার কাপ চালু করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ রেজাউল করিম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব ফয়সল মাহমুদ, সকল এডিসি, এসি, ওসি ও পুলিশের অন্যান্য পর্যায়ের সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি